ভারত বনাম পাকিস্তানের
হিন্দু বনাম মুসলিম ধর্মের
শিক্ষা বনাম কুসংস্কারের
দ্বন্দ্ব শুধু লেগেই থাকে কর্মের।
কে হল শহীদ তার খবর কে রাখে
কত সাধারণ লোকের প্রাণ ধাগে।
চোখের জলে জীবন ভাসে
কেউবা মনের আনন্দে হাসে।।
আবার শহর বনাম গ্রামের
প্রেম বনাম স্বার্থপরের
লংকা কান্ড লেগেই থাকে
জীবন হাসে জীবন কাঁদে মরন বাঁকে।।