আমি এক যোগী ভিক্ষারিনী
ভিক্ষা দাও মাতে!
কি ভিক্ষা দেব পুত্রী?
আমি তো আজ নিজেই কাঙালিনী।
না না....তোমার কাছে অমূল্য ধন আছে গো
সেই ধনই দাও মাতে।!
  অমূল্য ধন?  কোথা পাব বাছা?
আমি তো........
তব হৃদ বৈকুন্ঠে যে
স্নেহ - ভালবাসা আর মায়া মমতার......
তাই দাও মাতে।
আমি তো ভালবাসারই ভিক্ষারী।
আঁচল পেতে দিলাম তোমায়
দাও তাতে, ভিক্ষা দাও মোরে।
শূন্য হস্তে দিও না ফিরায়ে......
ঠাঁই দাও মোরে তব রাতুল চরণে।
দাও মাতে জুড়িয়ে মম দগ্ধ হৃদয়খানি
শীতল করহ এই দহন জ্বালা।
এই তপ্ত হৃদয়কে ভরিয়ে দাও মাতে।
দাও মাতে উজার করে -
এক চিলতের মায়া - মমতার........!।।


                          বৃষ্টি মন্ডল
                               (বনি)