ফিরে যাব বলে তো আর কাছে আসি নি
তবে কেন ফিরে যেতে বল আমায়?
ধনুর ভঙ্গ করে ছুঁয়েছি ভোরের আলো,
মুঠো ভরে নিয়েছি এক সাথে চলার শপথ।
জীবনের অলীক সংগ্রামেও থাকব অটল,
যুগোল বন্দি হয়ে হাটব বাকিটা পথ ।
ভালবেসে আমি তো কোনো ভুল করিনি
যদি ভালবেসে কিছু পেতে চাই, তবে চাই সবটুকু।
সামান্য চাইব কেনো...!
লবণ মাটি জল দিয়ে গাছ বেড়ে উঠলে উঠুক ;
আমি তো এতে কোনো দোষ দেখি না।
ভালোবাসার জন্য চাই আপাদমস্তক,
যেখানে নির্দ্বিধায় আঁকা যাবে আলিঙ্গন ও শীৎকার।