এখন নাকি প্রেমের মাস
তুমিও সেজেছ ফুল,
প্রেম প্রেম গন্ধটা বেশ
বসন্তে করছে ব্যাকুল।
ভালোবাসার মানে খোঁজে
তুমির তুমিত্বকে,
দুই নয়নে স্বপ্ন নিয়ে
সাজায় অস্তিত্বকে।
ভালোবাসা বাসতে তোকে
লাগে না তিথি দিনক্ষণ,
ভালোবাসা তো হয়ে যায়
দুটি মনে যখন তখন।
ভালোবাসা তুই কি আমার
কাঠঠোকরা রোদ হবি?
জল ফড়িং, ঘাস ফড়িং
গভীর ঘুমে স্বপ্নে রবি।
তোর ভালোবাসা তো রোজই হবে
হাতটি ধরে থাকবি যখন বসে,
ডিজিটাল ভালবাসা তো চাই না আর
চাই ভোরের শিশিরে জ্যান্ত কোষে।।