তুমি থাক দালান কোঠায়
   আর আমি থাকি পাতা ছাপা খাঁচায়।
কী করে সম্ভব হয় ভালোবাসা আমায়
নীল আকাশের নীল খামে চিঠি লেখ কেন তায়?

                  বৃষ্টি মন্ডল
                   (বনি)