আমি আজ ভিখারী বলেই তুমি অভিজাত
তোমার জন্য বাড়িয়েছি আমার দুহাত।
আর তুমি গলা ধাক্কা দিয়ে করলে তার প্রতিবাদ...
আসলে তুমি বড় অপরাধী তাই বুজলে না ভালবাসার স্বাদ।
ভালবাসার মর্ম বুঝতে যদি -উঠনে জল থৈ থৈ
চাতক পাখি ডানা ঝাপটায় তোমার দেখা কই ...
জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পার মোর সমাধি পরে জ্বেলে দিও
ব্যস্ত সিগন্যালে আঙ্গুল ছুঁয়ে যাবে আলগোছে যখন অনুভূতিটা খুঁজে নিও।
আজ তুমি বড় অপরাধী তবুও তোমাকেই চাই
নিজেই নিজের জন্য একটা অপরাধী খুঁজে বেড়াই...।