সত্যি করে বল তো তুমি আমার কে?
অনেক প্রশ্ন করে ও পাইনি খুঁজে নিজেকে ।
শুধু বন্ধু ভাবলে বাড়ে কষ্টের চাপ
কাছে আছ ভাবলে বাড়ে মনের তাপ।
তোমার উষ্ণ ছোঁয়ায় ভালোবাসায় শীতল করে বুক
তোমারে জড়িয়ে ধরে পাই যত সুখ।
সত্যি করে বল তো কেন এমন হয়?
তোমারে হারাব ভাবলে জীবন ভরে শূন্যতায়।
শূন্য মনে অকারণে কেন জাগে শিহরণ
কী লেখা আছে ললাটে বিধির লিখন
এবার সত্যি করে বল তো তুমি আমার কে?
আছি দূরে সরে আমি আমার থেকে।।
বৃষ্টি মন্ডল
(বনি)