তুমি আছ তাই
মনে বড় সাহস পাই ।
তুমি আছ তাই
স্বপ্ন বুনে যাই।।
তুমি আছ তাই
বাঁচার মানে খুঁজে পাই ।
তুমি আছ তাই
সাগরে মুক্ত খুঁজে পাই।।
হাজার ও রাতের মাঝে
খুঁজি তোমায় সকাল সাঁঝে ।
তুমি মোর জীবনের সাধনা
তুমিই মোর জীবনের রসনা ।।
তুমি আছ তাই মোর অন্তরে অন্তরে
শিরায় শিরায় ধমনীর কুটিরে ।
তুমি ছাড়া যে নিঃস্ব আমি
ভালোবাসার মত কিছুই আর নাইকো দামী ।।
বৃষ্টি মন্ডল
(বনি)