তোর জন্য লিখতে পারি এক আকাশ
তোর কাজল কালো চোখে সুখ বিলাস।
তোর শরীরে সোহাগ খোঁজে কত পুরুষ
হয়তো চাসনি হতে মধুচন্দ্রীমার উন্মুক্ত ক্রুশ।
অভাবে কিংবা হয়েছিস ভোগের বস্তুতে নত
বিষন্নতার বিষে নূপুর যোনি রক্তে হয়েছে ক্ষত।
চোখের কাজল বৈধ সুরের অবৈধ সংলাপে
নির্বাক চলচ্চিত্রে লাল হয়ে গেছে খুনের আলাপে
একে একে শব পুড়ে গেছে চিতানলের মলাটে
তোর সাঁঝ গন্ধের ভুলে জড়িয়েছিস ভয়াবহ সিলেটে।
তোর জন্যেই লিখতে পারি আর এক কলমের আচর
প্রতিবাদী চেতনা দিয়ে সাদা পাতার কালিই ভাঙুক পাঁজর।