পৃথিবী ঘিৱেছে স্বপ্ন দিয়েছে তোমাৱ জীবন।
সে জীবনে কৱলে না আমায় আপন।।
বৃষ্টিধাৱায় হাৱিয়েছে শ্রাবণ মুক্ত ৱঙেৱ পৱশে,
পেয়েছ তুমি সাথী আজ স্বপ্নেৱ আবেশে।।
বালিৱ বাঁধে লিখেছি নাম তোমায় পাব বলে।
উত্তাল কৱা স্রোতেৱ পাশে মৱণ নায়েৱ জলে।।
মৱণ এসেছে স্রোতেৱ বেগে , এসেছে আমায় ঘিৱে।
শ্রাবণ জলে ভিজেছে জীবন অশ্রু ধাৱাৱ পৱে।।
মৱু ঝড়ে ভেঙেছে ঘৱ তোমাৱ ছলনায় -
হয়েছে আমি আজ পথেৱ পথিক তাই।।
মোহনা ভেঙেছে আজ এসেছে স্রোতেৱ ঢেউ।
চোখেৱ জলে কেঁদেছি কত, নেই তো পাশে কেউ ।।
আলোৱ মাঝে স্বপ্ন ভৱে সাজালে সুখেৱ জীবন ।
ভাঙা নায়েৱ মাঝি আমি দুঃখ ভৱা সজন ।।
চৈত্র তাপেৱ পিপাসা আমি খনিৱ মাঝে কয়লা ।
ফাগুন ৱঙে গড়েছ জীবন কৱেছ আমায় একলা ।।
আলোৱ মাঝে আলেয়া তুমি, শব্দেৱ মাঝে বেদনা ।
পিপাসাৱ মাঝে ময়ূৱী তুমি ভালবাসাৱ নামে ছলনা ।।
বৃষ্টি মণ্ডল
(বনি)