মম আঁখি-পাতে ঘুম নাহি রাতে
শত তারার মাঝে আমি একলা,
তারাদের সাথে ধরি হাতে হাতে
করি লুকোচুরি খেলা ।
পায়ে পায়ে চলি গান গেয়ে বলি
ওই তারার সাথী আমি;
শয়নে - স্বপনে নিদ্রায় - জাগরণে
চাই হতে ঐ গগন চুমী।
মম মন ফাল্গুনে বিকশিত বনে -বনে
পুলকিত হৃদয়ে -
চাঁদ মামাকে দেখে দুঃখকে লুকিয়ে রেখে
যাই সবার সাথে মিশিয়ে।
এযে কেমন নেশা আলো আর আলো আশা
জেগে জেগে স্বপ্ন দেখা;
সাতরাঙা রামধনু গগনে বাজবে যে বেনু
মাতাল করে রাখা ।
দিন যায় চলে রাত এসে বলে
মনের বালুচরে
বাঁধন টুটে গিয়ে সবকিছু এড়িয়ে
খেলবো আবার নতুন করে ,
চাঁদের আলোয় মাতাল করা
হলেম আজ পাগল পাড়া
সবাই আমার ডাকে দেবে যে সাড়া
আমি যে আজ আছি বাঁধন ছাড়া।।
বৃষ্টি মণ্ডল