#বিশ্বাসের ঘরে তালা দিয়ে
খোঁজে আবেগী জরায়ু
ভুল করেও ভুল হয় যদি, তবে এক মহাকাশ
ছোট হয়ে যাবে স্বপ্নের আয়ু ।


যদি ফের ঘর পোড়া মন হয় গৃহহীন
দহনের আঁচে
সিঁদুরে মেঘ দেখলে  কিঞ্চিৎ বৃষ্টি নামে
জল খেলার ভাঙা কাচে।

দ্রাঘিমা পেরিয়ে ধেঁয়ে আসা খড়কুটো
আবারও নিয়েছে বিশ্বাসের বায়ু,
ভুল করেও ভুল হয় যদি, তবে এক পৃথিবী
ছোট হয়ে যাবে স্বপ্নের আয়ু…!