মুখোশের আড়ালে মুখোশ খোঁজে
ডানা ঝাপটায় দীর্ঘ মেয়াদী সভ্যতার ভাঁজে।
স্বাধীনতার স্বপ্ন নিয়ে জন্মেছিল প্রাণ-গর্বে রাঙাত কত শৈবাল,
ভারত স্বাধীন-তবুও যেন খুন-খারাপি রক্তে রাঙা লাল।
আজও ধর্ষিত কত মেয়ে, বধূ নির্যাতন.....
পথে ঘাটে নেই কোন স্বাধীনতার চিহ্ন; সবটুকু কবির অ্যাখ্যান।
কত রক্ত ঝড়িয়ে কত শহীদ দিল বলিদান গড়তে স্বাধীন,
আর আজ এই ভারত-নিজের হাতে দিচ্ছে ভেঙে - মেটাতে তাদের ঋণ।
বড্ড হাস্যকর--আমরা নিজকে বলছি স্বাধীন
অথচ পারিনি তা একচুলও করতে পালন ।
জোর যার মুলুক তার-বাক্যটি হচ্ছে রচিত...
ধিক ধিক ধিক শত, নরকের কীট যত--
পতাকার ধ্বজা উড়ছে আজও কিন্তু নেই কোথাও মলিন।
কোথায় স্বরাজ কোথায় স্বাধীন সেদিনের মত-যারা জুগিয়েছিল ইনধন
কবে আসবে আবার ফিরে সেই দিন-সব ভুলে একই সূত্রে হবে লীন।