স্বাধীন বলে আজকে সবাই মাতল ভারতবাসী ।
কত ভ্রুণ - অঙ্কুর নারীর স্বাধীনতা হল বাসি।
যে হাতে তুমি আজ পড়েছ বোনের রাখি
মনে কি পড়ে? যেদিন কেড়েছিলে অন্য কারুর পাখি।
সেও তো ছিল কারুর বোন, পড়াত রাখি দাদার হাতে!
নিজের হাতে তো ঠিক বেঁধেছ অন্যকে মারলে পাতে।
পতাকা উড়িয়ে করলে শপথ- ভালো থাক দেশ, বুকে থাক বন্ধন।
দেশকে মানুষকে ভালোবেসে না হয় করো সুখের রন্ধন।
তার ইচ্ছে গুলো না হয় ভাসিয়ে দিত তাতে কি ভুল!
তাই বলে তাকে করলে নির্মূল।
যেভাবে রেখেছ হাত বুকের ভাঁজে সতর্কে,
রক্ত শুষে পতঙ্গে রেখেছ প্রাণ, হেঁটেছ পথ বিতর্কে।
সম্বল হারানো বোনটির বাঁকা পথে ভাইয়ের অশ্রু ঝরে।
কাহিনীরা মৃত হয়ে, মৃত্যুরা কাহিনী হয়ে মমির রাজ্য গড়ে।
বড্ড হাস্যকর, দেশকে করেছ সহজলভ্য দ্রবণ,
তোমার মত হাজার ছেলে ডেকে নিচ্ছে মরণ।
কোথায়...কোথায় গেল দেশের ভবিষ্যত?
যারা ধরবে ভবিষ্যতের রথ...?