আজ যেমন করেই হোক রাইকে স্বাধীন করবই।
একি, এটা কি হচ্ছে!
না রাই না প্লিজ, এদিকে আসিস না। তোর হাতে রাখি... না অসম্ভব!
(এক বালতি জল ঢেলে)
—এই যে আমার প্যায়ারি ভাইয়া, এবার উঠে ফ্রেশ হয়ে আয়।
তখন থেকে রাখি বাঁধব বলে না খেয়ে আছি।
—(তড়িঘড়ি উঠে) যাগ বাবা, তাহলে এটা স্বপ্ন ছিলো। উফ্ হাফ ছেড়ে বাঁচলাম।