জানতাম- এইদিনটা একদিন আসবেই। মাঝে মাঝে তাই চমকে উঠতাম। জীবনের প্রতিটি পদক্ষেপে অন্তরঙ্গের সামঞ্জস‍্যতা থাকলেও এই শেষ মুহূর্তটা কখনই ছিল না।
তোমার চুপ করে থাকাটাই জানান দিত,
উভয় সঙ্কটের মধ‍্যিখানে দাঁড়িয়ে তুমি- একদিকে পরিবার অন্যদিকে আমি।
কি হবে বাকি জীবনটাকে স্বপ্নে রাঙিয়ে?
বাস্তবে যদি তার না পাই দেখা-যদি নাইবা থাকে সীমারেখা?    আবার আমি তলিয়ে গেলাম সমুদ্রের অথই কিনারাতে।
মরুচিকার খোঁজে ধূ-সাহারার বুকে সোদা মাটির গন্ধ শুকে, জল তুলে আনতে ইচ্ছে করে,
কিন্তু- "শুরুই তো নেই আর শেষ কি করে  হবে ?"
আবার আমি তলিয়ে গেলাম আমার আমিতে।
তোমার ভালোবাসার সময় তো নাই ব‍্যস্ত ভীষণ কাজে
হাত বাড়িও না আর নরম মনের মনিকোঠার ভা‍ঁজে ।
কি করে বোঝাব তোমায় চোখের নোনা জলে
ভালোবাসার মর্মে আমি মরছি অন্তরালে।
ঘুম ভাঙ্গিয়ে কত কথা বলতে মাঝ রাতে
কত রঙিন স্বপ্নে গা ভাসাতে নিভৃতে।
'রূপের বাহার নাইবা থাকল মোর ভালোবাসা তো আছে অন্তরে,
আলোর মাঝে অন্ধকারও তো আছে আমার ও তো স্বপ্ন আছে তোমায় ঘিরে ঘিরে।'
" শুরুই তো নেই আর শেষ কি করে হবে ?"
না হয় নাইবা পাব-না প্রতিদানে
পাই যেন তোমায় আমার অন্তর্ধানে।
আমি নিঃশ্ব হতে পারি তবে কাঙাল নই, আমারও তো জমিন আছে কোটি একর বুকেতে
আর কিছু না দিতে পারি, পারি ভরিয়ে দিতে শত ভালবাসাতে।
তবুও তুমি মাঝে মাঝে ভুল বোঝ মোরে
ধূসর কুয়াশার ঝাপসা আলোয় কে যেন টেনে ধরে।
পারি না কিছুই স্মৃতি ভুলতে
আড়ালে যতই চেয়েছি লুকাতে
যত কষ্টই হোক না তবুও কভু হারাতে চাইনা তোমায়, যেও না গো ছেড়ে এই মাঝ দরিয়ায়, কি করিব কোথা যাব কূল-কিনারা যে নাই যেতে দাও নদীকে তার মোহনায়  
" শুরুই তো নাই আর শেষ কি করে হবে ?"
তুমি তো সবই জান তবু-বুঝেও না বোঝার ভান করে থেকেছ অনেক দিন, যদিও বা কখনো আমার অভাবে কাঁদনি জীবনের এই  চোরাবালিতে, ডাকোনি কখনো একান্তে। হুম
" শুরুই তো আর শেষ কি করে হবে ?"
আমি আজ কন্টক মালা পরেছি গলে,
যদিও বা কোন একদিন আসো এই বলে...
'আমি ভালবাসি-কতটা ভালবাসি বলেও বোঝাতে পারিনি
হয়তো তোমার মনের জায়গাটাকে কখনো কিনতে পারিনি।'
মমতাজ-ই হোক আর সাজাহান, আমি ও কম নই কিছুতে-
তাজমহল নয় উষ্ণ আদরের বাড়ি আর প্রেমের রাজ‍্যের অথৈ ভালবাসায় দেব ভরি।
তবুও যদি কর আমায় উপহাস যাও চলে দূরে , তবুও ছেড়ে যাব না তোমায় রাখব বুকেতে ধরে।
এত নিষ্ঠুর হইও না তুমি একটু দেখ চেয়ে-
তোমার জীবন ভরিয়ে দেব ভালবাসা দিয়ে।
" শুরুই তো নেই আর শেষ কি করে হবে ?"
" শুরুই তো নেই আর শেষ কি করে হবে ?"


                 বৃষ্টি মন্ডল
                   ( বনি )