মাঝে মাঝে দেখি তোমায় অতীতে ফিরি পলকে
আর বন্দি হয় সে অনুভব নতুন কোন স্তবকে।
তুমি তোমার মত করে বাঁচতে চাইলে
- কিন্তু আমি যে তোমার জন্য....
পাঠিয়েছে স্বয়ং বিধাতা।
আমার রাহু-রাশি-নক্ষত্র দিশারীগের-
দিশা খোঁজা হয়েছে
শুধু মাত্র তোমার জন্য।
পৃথিবীতে এত মানুষ তো আছে
তবুও তোমার জন্য আমি....
যদিও বা এখন তোমার আমার
দূরত্বটা বহুদূর- জন্মালো নিঃশব্দে।
সুমেরু থেকে কুমেরু-যেন চুম্বকের মত
আটকে পড়ল নিরক্ষরেখার বৃন্তে
তোমার পলক পড়ে না অন্যের দিকে..
তবুও না জানি কেন রে আজিকে
জাগিল প্রানে ভয়।
বিচ্ছেদের গুমোট হাপসে ওঠা শাসক
নীরব প্রেমিক ভেঙেছে সাম্রাজ্যের ভীত।
সাহসের ভীড়ে ফ্রেমের প্রেম
মুক্তি পেয়ে আজ ইচ্ছের অধীন।