লুহু লুহু করে মন
ব্যজার লাগে পলাশ বন।
পলাশ ফ্যুলে রঙ ধইরেছে
মায়ের ছ্যালেটো জ্যাদ কইরেছেঞ।
মা বিদ্যার দ্যেবী আইসবে বুলে
কত রাইত ঘুম আসেনাই ভালে।
পুজোর দিনটোতে সকালে উইঠ্যে চোখ কচালে
গাটোতে হলুদ মেখে, হলুদ শাড়ি প্যড়হে
চোখে কাজল ল্যাগে কত ম্যেয়েঞ ....ক্যামন দিব্যি লাগিবেক।
-মা ইবার পুজোটোতে ঐ হলুদ জামদানী শাড়ীটো প্যড়বেক বটে ।
-ক্যানে তুহার এত রহস্য ক্যানে?
-না মানে মা ই-বার পুজোটোতে....
বিদ্যা-বুদ্ধি ছ্যাড়াইন মুকে অন্য কিছু দিতে হবেক।
বসন্তের রঙঞে রাঙিয়ে একটো মনের মানুষ খুঁইজে দিবেক।
-আ্যা ! কি বুললিক তু?
- অ্যাঁ লয় মা । হ্যাঁ বটেক।
ব্যইলছি তোকে দিব্যি গেলে
মু তুহার শান্ত ছ্যেলে।
শুইনে বুঝি অবাক হইলঞে?
_ হইনছেটা কি ? তাতে হইনছেটা কি ?
লিখা-পড়হায় অষ্টরম্ভা । তাবাদে -----
ই-বুবছর তুহাকে পাশ ক্যরাইন দিব বটেক।
-লা মা ! ইমন ক্যরে লা -।
তা-বাদে; আনলিমিটেড ক্যলের কি হবেক তবে?
লক্ষ্মী মা ! মোর সোন্যা মাট্যো আনছ্যে।
- হইনছে ! হইনছে ! আর ব্যোলতে হ্যোবেক লাই।
তথাস্তু!!
- থ্যাঙ্কু থ্যাঙ্কু ! মা থ্যাঙ্কু !