ভিগি ভিগি চিন্তারা সব
এলোমেলো বাতাসে রব
গুন গুন গায় রাত জোনাকি
ভ্রমরের গুঞ্জন ফুলের গন্ধে মন ভরেকী?
মখমল বাতায়নে বাসর রচিবে
প্রাণ সজনির লাগি রাতি পোহাবে।
তোর ভালবাসাতে
মন ছোটে অতলান্তে।
দিন চলে যায় রজনী গো ধায়
রহিব কত আর অপেক্ষায়।
দুরু দুরু বুকে মনের আস্কারায়
চলি পথ হতে পথের কিনারায় ।।
বৃষ্টি মন্ডল
(বনি)