মায়ের স্পর্শে স্নেহ-মমতার নরম আদর পাই
মা কাছে আসলেই মিষ্টি গন্ধ ছড়ায়।
মায়ের একটু স্পর্শে নিমেষে মিলিয়ে যায় সব কষ্ট
মা নিজে কষ্ট পেলেও লুকিয়ে রাখে জল, তা স্পষ্ট।
স্বীকার করি; না বুঝে করেছি কত রাগ অভিমান
বুঝিনি কখনো মায়ের তাতে বুক হয়েছে খানখান।

মা গো আমার মা আমি খোকা,  তুমিই বিধাতা
সব খানেতে আগলে রাখো তুমি আমার জন্মদাতা
তুমিই আমার জননী স্বর্গাদ্বপি গরীয়সী মা
তোমায় কখনো ভুলতে পারব না।