একটা বিকেল হোক না একটু ছেলেবেলা মেশানো;
সোঁদা গন্ধে পালটাবো স্মৃতির অ্যালবাম।
জল জমা রাস্তায় ঝুপ করে লাফ দেবো কাদার উপর।
মাটির গন্ধটা আবার মাখব এক বর্ষায়।
একটা বিকেল হোক না একটু লুকোচুরি আর কিতকিতে ভরা;
অচেনা করে দেওয়া চেনা গাছটার পেছনে আবার খুঁজব পুরনো বন্ধুকে।
পরন্ত বিকেলে প্রেমটা ছেড়ে এইবার সূর্যাস্তের স্রোতে একটু নৌকা ভাসাই।
একটা বিকেল এমন হোক না এমন, আবোল তাবোলের গল্পে ভরা;
চুর্মুর আর ঝালমুড়ির সাথে শুনবো মেঘবালিকার গল্পটা।
একটা বিকেলে বেঁচে উঠুক স্কুলবেলার স্মৃতি; কোচিং bunk করার দিন গুলো আরও একবার মনে করা যাক।
বিকেল গুলো এইবার এইরম হোক না একটু।
ক্লান্ত দিনের শেষে বেঁচে উঠুক শ্রেষ্ঠ মুহূর্ত গুলো। স্মৃতির অবগুন্ঠণে কেঁপে উঠুক আরেকবার।