অনেক তো হল লুকোচুরি খেলা
ধরা পড়েও না ধরার জ্বালা ।
সময় এল এবার ছাদনা তলার পালা
সখীদের বল সাজাতে বরন ডালা ।।
মিথ্যে বলে করেছ অনেক প্রেম নিবেদন
এই বৈশাখী বসন্তে ক'র প্রথম সিঁন্দুর দান ।।
সদীয় পুরানো থেকে ছিল যে মালা গাঁথা
শেষমেশ সাতপাকে বাধায় পেল তা পূর্ণতা।
লুকিয়ে দেখা ফোনে কথা--এসবের হল অবসান
ঘুচল যত জমানো রাগ অভিমান।
প্রথম যখন করলে সিঁন্দুর দান
শুভদৃষ্টির পান পাতাটা সরিয়ে জান ।
তোমার চোখে চোখটি রেখে
তখনও খুঁজেছি নিজেকে।।
অবশেষ শুভ পরিণয় হল শেষ, এবার বিদায়-
ভালো থেকো ভালো রেখো ওদের আশীষ কর সবাই।।