( সুখ-দুঃখ - র কথোপকথন )
দুঃখ - এ জীবনে সুখের চেয়ে দুঃখ বেশি
তাই আমার এ রাত কাটে কান্নার স্রোতে।
সুখ - দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে?
দুঃখ- তাই তো মনে দুঃখ আর মুখে হাসি
নিয়ে ও সবার মুখে হাসি ফোটাতে চাই।
তুমি জানো কানে আজ ও ভেসে আসে
রাখালিয়ার সেই মেঠো সুরের রেওয়াজ,
মাঝ রাতে ঘুম ভেঙ্গে যায়
কেঁদে ওঠে মন বেদনায়।
সুখ- যাঁরা চলে যায় তাঁরা আর ফিরে আসে
না সাবেক কালের জন্যেও।
দুঃখ - জানি তবু তো ফিরে ফিরে চাওয়া।
সুখ- যাঁরা চলে গেছে চলে যাক শুধু
স্মৃতিটুকু পড়ে থাক,
বিরহি পাপিয়া কাঁদে অশ্রু নদীর তীরে।।
সুখ - ভাঙা - গড়ার এই তো জীবন।
কখনো আনন্দ তো কখনো দুঃখ
এই নিয়েই চিরদিন ছুটে চলেছে জীবন
এ চাওয়ার শেষ নেই সীমা নেই।
বৃষ্টি মন্ডল
(বনি)