শহরে তখন হঠাৎ আলো চলাচল
জোনাকি নাকি স্মৃতি দাগে -
কাপছিল মন.... নিরালা রকম
ডাকনাম নামল পরাগে।।
হয়তো তোমার ভাগ্য পুরুষ জানে
এক ভয়ানক রহস্য এ রক্ত আভায়।
শুধু মাধুর্য নয়.........;
এখানেই কবিকে নিরবে ভাবায়।।
শহর তখন ব্যস্ত ভীষণ
আনাচ-কানাচ শব্দ ভীড়ে মুখোর।
খুঁজতে খুঁজতে অবশেষে - - - -
দেশ ছেড়ে নিরুদ্দেশ.... অকাল দোষর।।