হাওয়ায় এলো শীতের পরশ, ক্লান্ত ভীষণ
গ্রীষ্ম বিশ্রামের তরে
দীপ্র হয়ে জ্বালাও প্রদীপ চিত্ত যেথা খোঁজে
তোমায় উষ্ণতার ঘরে।
'শুষ্ক শীতে রুক্ষতা ভুলে থাকুক
প্রাণে জাগুক চির বসন্ত লাজুক',
প্রকৃতিও নেবে ভিন্ন স্বাদের আভাস, ঘাসে শিশিরের সীঞ্চন
রুক্ষ ঠোঁটে প্রলেপ দিও গ্লিসারিন মিষ্টি চুমুর কিঞ্চন।
শীতের চাদর মুড়িয়ে নেব তোমার উষ্ণতার শহরে
খেজুর রস আর নলেন গুড়ের পায়েস খেও চিলেকোঠার ঘরে।
বাতাস খালি জানে এখন শীতের অবদান
প্রেমর সন্ধানে...লেপ কম্বলের ঘুচল অবসান।