আসিল বাতাস
উৎলাইয়া আকাশ
          লাগিল আমার প্রাণে।
ধরিল যে মন
প্রানের যত গান
           মাতৃভূমির টানে।।

যেতে হবে আজি
বলিল তাই মাঝি
           জাগিল তখন মন।
মায়ারই বন্ধনে
ছল ছল আঁখি ক্রন্দনে
           হইল তাই উচাটন।।

দাঁড় টানে মাঝি
মেলাইয়া দুটি আঁখি
             নিজের দেশে চলে।
দু পাশেতে ফাঁকা
যায় না কিছু দেখা
          তবুও সে শেষ আঁখি টা মেলে।।

কোথায় লাগাল নৌকা
থাকিলাম বসি একা
           মাঝির হালের চালে।
কাঁদিয়া ভাসাই বুক
পাইনা কোন সুখ
           অচেনা জগতে গিয়েছি তাই চলে।।


                                     বৃষ্টি মন্ডল
                                         (বনি)