সেদিনের যত গল্পেরা রূপ নিয়েছে উপন্যাসে
সংযত হয়নি উপসংহারে উদ্দীপনার বিন্যাসে।
বিনোদনের দেদার উপস্থাপনে সঞ্চিত সংহার
নজর বন্দি করল চিল্কা হৃদের রংমশালের বাহার,
কখনো বা তোমার উচ্চাকাঙ্ক্ষার উদযাপনে
খুশির পিঠে লিপিপটে বেঁধেছ স্তবকের আলাপনে।
সেদিনের যত গল্পের সাতকাহন চিরন্তনী হল বেলাশেষে,
বোতল বন্দিনী চিঠি নদীর স্রোতে গা ভাসিয়ে গেল ভিনদেশে।