আমি এক মুশাফির তাই ঘুরিয়া ফিরিয়া
ক্লান্ত হইয়া বসিনু পাহাড়ের গায়।
সে যেন বড় কষ্ট পাইতেছে মনে-
     শুধাইনু তারে-
কিসের কারণে ঝরিছে এহেন অশ্রুধারা?
চাহে না বলিতে সে,   সে যে বড় অভিমানী।
তারপর কহিল - ওগো বন্ধু -
কেমনে বোঝাব আমি -  কিসের কারনে
কাঁদিছে নয়ন। বল তুমি বল-
কী করিছু মু অপরাধ? শুধু একটু করিছু প্রেম।
কহিনু মু তবে - বল তব প্রেম কাহিনী -
কহিল পাহাড় - - সে অনেক কথা-
মু সবে নব যৌবনে দিয়েছিনু পা।
সহসা একটুকরো মেঘ আসিছে ধেয়ে
মোর পানে- কী অপূর্ব দেখিতে
চাহিয়া রহিনু অপলক দৃষ্টিতে।
সে যে চম্পক বরনী হরিন নয়নী
বয়স তরুণী।
এক পলকের একটু দেখায় হইনু আকুল।
তারপর কত দিন যায় - মাস যায়
তবুও সে আর আসে নাই।
হেন মধু মাসে প্রিয়া অভিলাসে
কেন সে আর নাহি আসে?
তারে না দেখিয়া প্রান মোর হইল ব্যাকুল।

বহুদিন পরে আবার আসিল ধেয়ে
আজই ডাকি শুধাইনু তারে -
কেন তুমি এতদিন আস নাই তীরে
মন আন চান করিছে তোমার দেখার তরে।
কহিল তবে মেঘ - কেমনে কহিছ অমন  মোর ভবনে গিয়াছিনু ক্ষণকাল।
কহিল পাহাড় তারে - তব প্রেমে মু হইছু পাগল।
কী জানি কিসের ও কারনে হইনু বিভোর,
তব বিনা প্রাণ নাহি রবে সখী
নাহি রবে এ দেহ।
যদি মোরে যাও ছাড়ি তবে কুসুম ভূষণ
দেব এই সাগরে ভাসি।
না করিও প্রিয় তুমি না করিও অমন
আমি তো তোমারই দাসী।

এইভাবে কাটিল মাসেক কত
পাশে বসিয়া কাঁধে কাঁধ মিলিয়া
বুকে জড়াইয়া কত হইত কথা। -
একদিন মেঘ কাঁদিয়া আছড়ে পড়িল বুকে,
পাহাড় কহে - কী হইল? আঁখি জলে ভাসিছ কেমনে?
কহিল মেঘ তবে - মোর বিহার তরে পাত্র করিছে ঠিক।
চোখের জল মুইছে  কষ্টরে লুকাই শান্ত করিনু তারে।
মেঘ বলে চল মোরা যাই পলাইয়া.....
মু তো নিরুপায়, পারিব না যেতে পলাই,
তাই শুনি কাঁদিয়া কাঁদিয়া রাগিয়া গেল চলি
কত কইরা ডাকিনু তাহারে-  কিন্তু
সে আর নাহি দিল সাড়া নাহি আসিল ফিরি।
শেষ বিদায় নিয়া চইলা গেল।
অবশেষে হইল মেঘের বিয়া।
আশায় বসি আছে চাহি আসিবে ফিরি সে
হায়!  আর আসিল না ফিরিয়া শেষ দেখাও   গেল না দিয়া।
কষ্টে দুঃখে বড় একা হইয়া  রইল পড়িয়া।
সাথী হারা পাহাড়ের আর জুটিল না কপালে
তাই ব্যথার বাঁশি বাজিয়া বুকে -
ঝরাইয়া যায় আজ ও অশ্রুধারা।
যার মানে কেহ নাহি বুঝিবারে পায়,
শুধু তাকে পাহাড়ের ঝর্ণা বলিয়া করে
আনন্দোপভোগ, করে নানান রূপে রূপায়িত
করে আবার পদ্ম ভূষণে অলংকৃত। -
এইভাবে কাঁদিয়া কাঁদিয়া পাহাড় কহিল
তাহার প্রেম কাহিনী।।


                     বৃষ্টি মন্ডল
                        (বনি)