রূপের ওই প্রদীপ জ্বেলো না
রেখো গো তা অন্তরে।
শ্রদ্ধা করি সবে রাখিবে
তব মন মন্দিরে।
যদি চাহ তা বাহির করিতে
মন্দ বলে রসিবে তাহাতে।
করো না রূপেই অহংকার
যখন কেউ না থাকে দেখার।
            

                  বৃষ্টি মন্ডল