আজ এই প্রভাতে অরুণ আভাসে
ভাইয়ের কপালে দিলেম চন্দন এঁকে
হাতে বেধে দিলাম রক্ষা কবজ।
আজই এই পবিত্র দিনে পবিত্র বন্ধনে
দিলেম সবার সাথে উজার করে।
আজ হিংসা বিদ্বেষ ভুলে
মিলিব একই সূত্রে এই রাখী পরিয়ে।
এস ভাই এস সবে আজ ভুলিব
জাত ভেদাভেদ এই রাখী পরে।