কিছু কথা অনুরাগে  
বুঝিনি পাবার আগে
               সবই যে নতুন লাগে
ভালোবাসার এই গহন দাগে।
             আছে তোমার আমার সাত কাহন
সাত জন্মে বাঁধা এ জীবন
          আছে অন্তরে অন্তমিল জন্ম দাগে     মুগ্ধ পাপড়ির পরাগে রাগে অনুরাগে।
              আসেনি তো কেউ আগে
ধরেনি কেউ হাত সোহাগে।
               সবই যে আজ নতুন লাগে।
শঙ্খ চিলের রাগে অনুরাগে ।।


                                বৃষ্টি মন্ডল
                                        (বনি)