যেদিন তোমার সঙ্গে প্রথম দেখা
অপেক্ষাতেই ছিল সে স্টেশনে,
আসতে তোমার বড্ড দেরি বলে
বেড়িয়ে ছিল তোমারই অন্বেষণে।
তখনও তোমার দেখা না পেয়ে
রেগে ছিল ভীষণ জোরে,
মান ভাঙাতে তুমি নন্দন -
মেনোলিয়াম, মোহর কুঞ্জ ঘুরে -
অবশেষে লাল গোলাপটি হাতে
প্রপোজটা করলে বটে।
তারপর ঝিলের পাড়ে কফিতে চুমুক দিয়ে
হাতে হাতটি ধরলে জাপটে।
কত রঙ-বেরঙের কাপল এলো গেল
নেই তাতে কোনো ভ্রুক্ষেপ,
অনেক হল বেলা শেষে এবার ঘরে ফেরার পালা
মনেতে রইল বিদায় দেবার আক্ষেপ।
শেষমেশ আবারও স্টেশনে নিয়ে আসা
ট্রেনে চাপিয়ে দেওয়া -
না ফুরানো কথা থেকে যাওয়ায়
বারংবার ফিরে ফিরে চাওয়া।
তারপর ট্রেন চলতে থাকল-ঝিক ঝিক ঝিক ঝিক
তার গন্তব্যে - - - - - -
আর তুমি ম্যাপেলের পাতায় রাখলে হিসাব করে
কবি তার কাব্যে......।।