নিজেকে এমন আত্মবিশ্বাসে মহৎ করে তোল
যাতে হিমানী স্বরূপ তোমার লক্ষ্য ।
তোমার ভাগ্য লিপি লেখার আগে
স্বয়ং ভগবান এসে তোমায় প্রশ্ন করে -
বল -  কী তোমার আকাঙ্ক্ষার অভিলাস?
আর কীই বা তোমার অভিলাসের অভিপ্রায়?
      
      
                বৃষ্টি মন্ডল
                  (বনি)