যখনই তুমি চোখে চোখ রাখ সেরে যায় মনের অসুখ।
রন্ধ্রে রন্ধ্রে ভর করে উন্মাদনা হয়ে যাই মাতাল উজবুক।।
-জানি না কি এমন যাদু আছে তোমার ওই স্পর্শে।
হৃদয় আমার করে তোলপাড় যার পরশে।।
যে সুধা করেছি পান কেবল তোমায় ভালবেসে
সারাটা জীবন রেখো আমায় তোমার প্রেমের সুবাষে।।