আজ এতদিন পরে করলে আমায় পর
হায়! কেন যে মন দিলেম বিলায়
কেন যে বাসিলাম ভালো তারে
কেমনে রব তারে বিনে।
আর ভাবিও না তারে বন্ধু
আবার আসবেন ফিরে বন্ধু তব কাছে।
প্রেমের ই গহীন বনে আর রচিও না পথ
প্রেমের ফাঁদে পা বাড়ালে এমনি রবে সব।
প্রেমে একবার অন্তত আঘত খাবার
প্রয়োজন আছে।
প্রেমের জন্য একবার আঘাত না পেলে
যৌবনের সোনা পবিত্র হয় না।
যেমন-সম্পূর্ণ কাহিনীর জন্য
প্রয়োজন হয় একটি সুন্দর নামের,
তেমনি প্রেমের সম্পূর্ণতার জন্য
প্রয়োজন হয় একটি আঘাতের।
বৃষ্টি মন্ডল
(বনি)