পালাবি নাকি আমাৱ সাথে ছোট্ট নদীৱ ধাৱে!
শিশিৱ বিন্দু ধানেৱ সাথে সেথায় খেলা কৱে।
ছোট্ট একটি কাঠেৱ কুটিৱ ঘৱে থাকব তুমি আৱ আমি,
সেথায় শুধু ৱইবে দুটি হৃদয় ৱইবে না আৱ কিছুই দামি।
নীল আকাশে উৱবে শুধু সাদা মেঘেৱ ভেলা,
সূর্য্যী মামা সাঁঝ বেলাতে  
নদীৱ জলে কৱবে শুধুই খেলা!
তখনও আমৱা থাকব দুটিতে হাতে হাত ৱেখে, নদীৱ তীৱে বসে
চলে এসো আৱও কাছে - চল যাই হাৱিয়ে আজ দুজনায়, এমন প্রেমেৱ দেশে।।


                                       বৃষ্টি মণ্ডল
                                         (বনি)