চলে যাওয়া মানে প্রস্থান নয়, নয় বিচ্ছেদ
মাঝে মাঝে ক্লান্ত লাগে বলেই স'রে যেতে হয়।
একটু রাগ-অভিমানের পালা বদল না হলে...
ভালবাসার বীজটা শক্ত হবে কি করে!
তাই এই একটুখানি বিরতি।
বিরতি শেষে আবার ফিরে আসা...।
যখন দূরে থাকি তখন মনে হয় কাছে যাই,
আর যখন কাছে আসি তখন মনে হয় দূরে পালাই।
ভালবাসার একি জ্বালারে বাবা...!
ভালবাসা যে এরকম হয়!
এভাবেও যে ফিরে আসা যায়!
ভালবাসার ওষুধ না খেলে বোঝা বড় দায়।
🤔😅😅
🤣🤣🐒
কবিতাটির আবৃত্তির ইউটিউব লিংক
https://youtu.be/eIJuN8RHlvc