এই তো সাঁঝের বেলা পাখিরাও ফিরে গেছে নীড়ে
আজকে ৱাঙাবো তোমায় ৱামধনু প্রেমের আবিরে।
তুমি তো আমারই আঁকা রং তুলি
জানে শুধু ঠোঁট ভেজা বুলি
তোমাকে ভেবেছি রাধা আর নিজেকে কলির কেষ্ট রে।।
কালার বাঁশি বাজে তবু সখী যমুনাতে রাধা আসে না
নিঠুর বধূ কেমন তর বাগে আসে না কথাও শোনে না।
তুমি সাথী থাকবে জনম জনম
এ জীবন তোমাতেই শুরু তোমাতেই খতম।
পোড়ার বাঁশি বাজে তবু কালারে রাধা ভালো বাসে না।।