এই যে আমার একলা আকাশ - মেঘ জমে কান্না ভাসাস,
ভিতর ভিতর গুমরে মরে মাঝে মাঝেই বিদ্যুৎ চমকাস !

এই যে তোর একটু একটু রাগ পুষে রাখার অভ্যাস
তোর বুকে ঝড় তুলে করছে ভীষণ এক শেষ ।

এই যে তোমার তুমি - নিকোটিনের নেশায় দেশলাই দিস ঠোঁটে
দিন রাত্রি আমার কথা ভেবে - তাচ্ছিল্য ই তোর জোটে ।

এই যে তোর মাতাল হওয়ায় কাঁদে আপন ভাবি
সন্ধ্যে হলেই লালচে চোখে করিস আমার দাবি ।


তোর রুমালের গন্ধটা বেশ - হেডফোনে খিলখিলিয়ে হাসি
এই যে তোর বরাবরই একলা থাকায়- প্রেম হল আজ বাসি।।