শুকনো পাতা ঝরিয়ে বসন্তের শেষে
যেমন বৃক্ষ সাজে নতুন সাজে ;
হে প্রাণনাথ!
তেমনি তুমি হঠাৎ পাশে এসে -
ভরিয়ে দিলে আমার মনকে যে।
জীবনের যত গ্লানি-বিষন্নতাকে-
দিলাম যে বিদায় ;
তাই তো এবার নতুন রঙে মনকে দিলাম
সুখে সাজায় ।
হে প্রাণনাথ!
আলো আর আলো দিয়ে আমায়
রাখলে ভরে তুমি ;
ভালবাসা আর মায়া-মমতায় -
ডুবে গেলাম আমি ।
তোমার স্পর্শে পেলাম আজ
হারানো স্বর্গ সুধা ;-
তোমার হাসিতে লাগল লাজ -
নয়নে মিটল খ্খুধা।
হে প্রাণনাথ!
তুমি ছাড়া আর নেই কেউ এই জীবনে
আছো শুধু তুমি
বলি তাই জনমে-জনমে জীবনে-মরনে
প্রাণনাথ ও হইও তুমি।।
বৃষ্টি মণ্ডল