আচম্বিতে চিৎকার রোলে
চিতা ভেঙে পড়িল জলে
আততায়ীর ঘায়ে দস্যুর কবলে
পতিতা জীবন পুড়িল না অনলে।
আজকে তুমি পতিতা বল যাকে
জানলে না কেউ কেন সে গেল পাকে।
হয় তো দস্যু ছেলেরা ছড়িয়ে ছিল
বয়স যখন তার যৌবন ছুঁলো-
কেউ বা তখন তারে প্রেম শেখাল,
স্বপ্নে দেখাল হাজার আলো।
বিশ্বাস করে সেদিন রাতে
গিয়ে ছিল তোমারই সাথে - -
যাকে আদর করে এই সমাজ - ই
নাম দিয়েছে পতিতা বাঈ।
যার দখলে উঠলে বেড়ে - -
তাকেই আজ ঠাঁই দিলে ভাগারে।