শান্তি-শীতল কুটীৱ ছায়ায় আমি একলা বসে
তুমি আসবে বলে এই পথৱেখা ধৱে
তাই তো বসে আছি পথপানে চেয়ে।
ফুটেছে যে ফুল ঝৱেছে যে বকুল-
তোমায় স্বাগত জানাবে বলে!
আম্র কাননে আজ কোকিল গাইছে না গান,
তোমায় শোনাবে বলে!
বৃষ্টি তোমায় স্নান কৱাতে চায়.....
তাই তো আকাশ মেঘলা এখনও
জুঁই শাখে জুঁই ফোটেনি এখনও,
তোমায় উপহাৱ দেবে বলে!
কিন্ত কই-
তুমি তো এখনও এলে না......তবে কি...
আসবে না এই পথৱেখা ধৱে?
কত ৱাত কে'টে, ভোৱ হ'য়ে হয় প্রভাত
তবু ও মেলে না তোমাৱ দর্শন ,
তবে কি তুমি ভুলে গেছ এই পথ?
......না ভোলো নি তবে কেন আসছো না?
তুমি আসবে বলে নীৱবে সয়েছি কত না দুঃখ যন্ত্রনা,
সাৱা দিন বসে আছি তোমাৱ পথ চেয়ে শুধু তোমাৱ অপেক্ষায় চেয়ে আছি পথপানে ।।
বৃষ্টি মণ্ডল
( বনি)