জোছনা চাঁদেৱ আলোয় পথে যায় হাৱিয়ে
খুঁজে ফেৱে যে পৱশ পাথৱ।
পায় না তা আজ ও খুঁজে।
চাতকের মত মন চায় তার
আসা - ভালবাসা,
মিটবে যে কি করে তার মনেরই আশা,
পথে চলে আজ ও পথিক হারিয়ে যে পথ
বাঁচবে না, না পেলে পরশ পাথর।
এই তার শপথ।
ঝড় - বাদলে আঁধার রাতে চলে তবু
হয় না যে তার পথ চলা-
খুঁজছে যে সে পরশ পাথর,
পায় না তবু একলা।
চলে পথে একা যাত্রী হয়ে-
সে যে মুসাফিরের মতো চলে আজও
সেই মানিক রতন নিতে ছিনে -
জানি না যে কবে মিলবে
তার সেই পরে পাথর।।
বৃষ্টি মণ্ডল
(বনি)