সেদিনও ছিল এমন আলো, যখন মা প্রথম গর্ভবতী হলো
এক লহমায় ছত্রভঙ্গ যখন কন্যা সন্তান এলো!
কন্যাভ্রুণ নষ্ট ক'রে মাটির লক্ষ্মীরে মিছেই করো পুজো
অ-কারণে ঘরের লক্ষ্মীরে কবরে কেন গুঁজো?
এই প্রশ্নের উত্তর... কারণ জানতে পারি?
বিয়ের জন্য তবে চাই কেন নারী?
অন্নদাতা নয় জন্মদাতা হ' য়ে তোমরাই কর গর্ভপাত
তবেই বুঝবে, একটি মায়ের একটি কন্যার কান্না কে করবে কর্ণপাত।