তোরে আমি বেসে যাব ভাল জীবনভর
যতদিন এদেহে প্রাণ আছে মোর....।
মন মোর মন্দিরে তুই বেঁধেছিস বাসা
নিশিদিন মনের ঘরে তোরই যাওয়া আসা
শ্রাবণ ধারায় ঘন-ঘটায় উজাড় করেছি
নিঃস্ব হয়ে আজ তোর হাতটি ধরেছি।
তোর হয়ে গেছি আমি হৃদয় যখন ছুঁই
আপন করে নে রে আমায় তুই....
হাত বাড়িয়ে দে রে সোহাগী
আজ তোর প্রেমে হব বিবাগী।
দিবানিশি তোর খেয়ালে থাকি
দিস না মোরে কভু ফাঁকি।
তোকে বুকে জড়িয়ে রাখবো..
প্রতি জনমে আমি তোরই হব
না জানি কেন তবুও বেখেয়ালি মনে...
উজান ভাঙা গাঙে ভয় লাগে দরশনে,
একা বসে চার-দেয়ালে আর থাকতে নারি-
আসে যদি ঝড় বানাব তবে নৌকারও দাড়ি।
তোরই প্রেমে বিভোর হয়ে নিজেরে সপেছি-
শয়নে-স্বপ্নে নিদ্রায়-জাগরণে তোকেই চেয়েছি ।
আত্মা ছাড়া খাঁচা আমার তখন লালে লাল-
মন যে বড় উতলা আজ পুড়ল বুঝি কপাল!
কেউ বোঝে না দুটি মনের ভালবাসার বানী...
কাল কী হবে-কেউ কী জানে-হয়েছি তাই প্রেমের দিওয়ানি ।।