মন প্রাণ সব তোমাতে
করেছি নিবেদন,
তবুও কেন মোরে বারে বারে
ভুল বুঝে কহ কুবচন।
তোমাতে আমাতে কভু
ভেদ নাহি দেখ
আমি যে শুধু তোমারই
এ কথা মনে রেখ।
এ ভাবে মান করে কেন
কর এত অভিমান
ভুল না বুঝে আর
কর ভালবাসার সম্মান।।
বৃষ্টি মন্ডল
(বনি)