নারীরাই শুধু করে গেল পুরুষদের দীর্ঘায়ু মঙ্গল কামনা
স্বামীর জন্য স্ত্রীর ব্রত, ভাইয়ের জন্য বোনের ফোঁটা
আবার এখন জামাই আদরে ষষ্ঠীতে মেতেছে শাশুড়ি মা
মেয়ে বৌমা নয় কেন? তাদের জন্য কি শুধুই খোটা?
এই যে আমার জাগরণের - এই যে তোমাদের সমাজ ব্যবস্থা
মিথ্যে তোমাদের ভালবাসা মিথ্যে তোমার সব
- এবার না হয় একটু অন্যরকম ষষ্ঠী হোক আমরাও চাই - দাও আস্থা
কন্যা ষষ্ঠী- বৌমা ষষ্ঠী - ধর্না দিয়ে না হয় করি মিছেই কলরব।।