ভালবাসা ভালো লাগা মানুষের নীতি
দুই অনুকূলে বাঁধা পড়ে দুজনের স্মৃতি।
ফ্রেমে বাঁধানো ভালবাসা আজ হারিয়েছে ভাষা,
জীবন জটিল অংকের সূত্রে হয়েছে কোণঠাসা।
ভালবাসা যদি আজ সত্যিই হত---লিখতাম সুদীর্ঘ রচনা -
ভালবাসা ছিল শুধু আমিতে ভরা - সূত্রই ছিল অজানা।।