এই সুন্দর ফুল দেখে মনে হল-
আহা! কী অপরূপ!  অরুপ নিহারী
পুলকিত মনে উঠিল শিহরণ,
           থামিতে নারিল তাই
এই বোকা ফুলটা তোমার রূপের সঙ্গে
করেছিল প্রতিযোগিতা করার দুঃসাহস।
           কুৎসিত ব'লে বিরক্ত হাওয়া
সহসা আসি ফুলের গালে
লাগিল এক অসম্ভব ঝড়ের চর।
            লজ্জায় হার স্বীকার করতে
বাধ্য হল সেই দুর্বিনীত ফুলকে।  
অপমানিত হয়ে ফিরল শেষে নিজের কাছে।
          
             কোন একদিন এক সময়
পরিল বিপদে সেই অপরূপা
আসিল ধেয়ে তারই কাছে
             করিল উদ্ধার না কিছু ভেবে।
অপমানের দারুন জ্বালায় বলল শেষে
আমরাও তো তোমার মত
           কুৎসিত ব'লে ফেলে দেবে ডাস্টবিনে  
তবে মনে রেখো একটা কথা
অবহেলা করে ছুড়ে ফেলে দেওয়া বস্তু ও
                  কাজে লাগে একদিন।



( মোরাল= অতি অহম বোধ অধমের পতন)