অচেনা ভিড়ের মাঝে ও
          চেনা সুরের অনুসন্ধান
       হাজার ও ঝাড়বাতির মধ্যেও
   একটি দীপ্র প্রদীপের অন্বেষণ
দিবানিশি ভ্রসিয়াছে পথে পথে
  এ কারনে অরুণ নয়ন।
     এ হেন অভিসার কিসের কারনে
        কিসের টানে - টানে অকারণ.....
            এ যে ভালবাসা শুধু ভালোবাসা
              আলো-আশা আরও কাছে আসা ।।  


              দীপঙ্কর লালা


( আজ আমার নয়, আমার বন্ধুর লেখা  কবিতাটি আমার পাতায় প্রকাশ করলাম।
তাই আমার প্রিয় কবি বন্ধুদের কাছে ক্ষমা 🙏 🙏 প্রার্থী। )